ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বশেমুরবিপ্রবি’তে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও সরকারের অর্জিত সাফল্য নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় বিশ্ব কবি ও বিদ্রোহী কবির জন্মদিনের প্রস্তুতি সভা নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করার লক্ষ্যে নাটোর জেলায় আজ বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, এন্টিবায়োটিকের অপব্যবহার বিশ্ব ব্যাপী ১০টি শীর্ষ স্বাস্থ্য হুমকির অন্যতম। প্রতিবছর এন্টিবায়োটিকের অপব্যবহারের ফলে ১২ লক্ষ ৭০ হাজার মানুষ মারা যাচ্ছে। ২০৫০ সালে মৃত্যুর সংখ্যা বেড়ে হবে এক কোটি মানুষ। ঐ সময়ে আর্থিক ক্ষতির মূল্যমান হবে ১০০ ট্রিলিয়ন ইউএস ডলার। তাই এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। এ লক্ষ্যে পরিচ্ছন্নতার স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে। চিকিৎসক এবং ফার্মাসী পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামার পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রাখতে হবে।
এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সরকার আইন প্রণয়নের উদ্যোগও গ্রহণ করেছে বলে বক্তারা উল্লেখ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ শরিফুল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মাহফুজা খানম, কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী, মেডিকেল অফিসার ডা. রাসেল,নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
সেমিনার ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় কালেক্টরেট ভবন চত্বরে।
ওষুধ প্রশাসন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ শরিফুল ইসলাম জানান, বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অভিভাবক পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের জন্যে কমিক শো’ আয়োজন করা হয়েছে। এছাড়া ফার্মাসীগুলোতে সচেতনতা অভিযান পরিচালনা কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat