ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে বৃষ্টির জন্য একাধিক স্থানে ইসতিকার নামাজ আদায় ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২২-১০-০২
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, ‘সারা বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব বেশি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন।’
আজ রোববার দুপুর ২টার দিকে জেলা সদরের রামগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যাণ্ট কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, ৮০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল দপ্তরের অধীনে চারতলা ভিত্তির একতলা ওই একাডেমিক ভবন নির্মাণ করা হয়। সম্প্রতি ওই ভবনটিকে উর্ধ্বমূখি করতে আরো ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগিগিরই সেটির প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু হবে।
সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়ায় পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতদের পবিারের প্রতি সমবেদনা জানান। চলমান শারদীয় দূর্গা উৎসবে সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন- একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোজাম্মেল বাবু। এসময় তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি সংস্কৃতি। সকল অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের আমাদের হাতিয়ার সংস্কৃতি। মুক্তিযুদ্ধ একটি সংস্কৃতিক আন্দোলন। এর বর্হিপ্রকাশ ঘটে স্বাধীনতা যুদ্ধে রূপ নিয়েছিল।’
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
এর আগে সংসদ সদস্য নূর সদর উপজেলার ২৮২টি পুজামন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ টাকা ও সিসি ক্যামেরা বিতরণ করেন। সদর উপজেলার কৃষক সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat