ব্রেকিং নিউজ :
জাতির পিতার সমাধিতে জাফর ওয়াজেদের শ্রদ্ধা আফগানিস্তানে গুলিতে তিন স্প্যানিশ ও তিন আফগান নিহত সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে নিহত ২, আহত ৪ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-১২
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারস্থ রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় রোগি আনা নেয়ার পাশাপাশি সময় মতো চিকিৎসা সেবা নিশ্চিত করতে সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’কে ৩টি অ্যাম্বুলেন্স দিয়েছে জাপান।
‘সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের’ কাছে আজ আনুষ্ঠানিকভাবে অ্যাম্বু^ুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। চাবি গ্রহণ করেন ফ্রেন্ডশিপের আইন ও অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ শামীম রেজা।
অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে কক্সবাজারের উখিয়া’র ফ্রেন্ডশিপ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ইতো নাওকি বলেন, মানবিক সহায়তায় সব সময় বাংলাদেশের পাশে আছে জাপান। রোহিঙ্গা শরণার্থী এলাকায় রোগি পরিবহন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্সগুলো বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত এ সময় কক্সবাজার শরণার্থী এলাকায় ফ্রেন্ডশিপের স্বাস্থ্যসেবার প্রশংসা করেন।
ফ্রেন্ডশিপ’র স্বাস্থ্য বিভাগের  প্রধান ডা: গোলাম রসুল জানান, এ অ্যাম্বুলেন্সগুলোর কারণে উখিয়ায় বসবাসকারী শরাণার্থী এবং স্থানীয় বাসিন্দা মিলে প্রায় ৩ লাখ মানুষ রোগি বহনের সুবিধা পাবে। বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রত্যন্ত এলাকা থেকে উখিয়া উপজেলা সদর বা কক্সবাজার জেলা সদরে চিকিৎসা সেবা আগের তুলনায় অনেক সহজ হবে।
অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: মিজানুর রহমান, কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মো: মাহবুবুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজিব, উখিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন, জাতিসংঘ শরণার্থী হাইকমিশন’র (ইউএনএইচসিআর) অফিস প্রধান ইতা স্কুয়েতি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপ-প্রধান নিহান এদরোগান, ফ্রেন্ডশিপের উপ-পরিচালক ডা: রাফি আবুল হাসনাত সিদ্দিকীসহ বাংলাদেশ সরকার, জাপান দূতাবাস এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া শারণার্থী এলাকায় স্থানীয় স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ৪ বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ। রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ৫টি স্বাস্থ্য কেন্দ্র, একটি হেলথ পোস্ট এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি মেটারনিটি সেন্টারসহ উখিয়ায় হাসপাতাল পরিচালনা করে আসছে সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat