ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বশেমুরবিপ্রবি’তে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও সরকারের অর্জিত সাফল্য নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় বিশ্ব কবি ও বিদ্রোহী কবির জন্মদিনের প্রস্তুতি সভা নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অডিট-আপত্তিকৃত অর্থ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। এটি ছিল এ কমিটির ৮০ ও একইসাথে ৮১তম বৈঠক।
কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস শহীদ, মোঃ আফছারুল আমীন, মোঃ শহীদুজ্জামান সরকার, র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ এবং বেগম ওয়াসিকা আয়েশা খান অংশগ্রহণ করেন।
এই বেঠকে পূর্ত অডিট অধিদপ্তরের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০০৯-২০১০, ২০১০-২০১১ ও ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল’র বার্ষিক অডিট রিপোর্ট,২০১২-২০১৩ অর্থ-বছরে অন্তর্ভূক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ ও ১০ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূর্ত অডিট অধিদপ্তর প্রণীত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল’র বার্ষিক অডিট রিপোর্ট, ২০১২-২০১৩’র অন্তভূর্ক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০ ও ১১ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির আংশিক নিষ্পন্ন ও অনিষ্পন্ন অডিট আপত্তি (অনুচ্ছেদ ১,২,৪,৫,৮,৯, ১০ ও ১১) বিষয়েও আলোচনা করা হয়। বৈঠকে উত্থাপিত এসব অডিট আপত্তি পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক আপত্তিকৃত অর্থ আদায়ের পাশপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। 
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অর্থ বিভাগের যুগ্মসচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের ডেপুটি কনট্রোলার এন্ড অডিটর জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat