• প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্মিতব্য ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’ নিয়ে আগামীকাল বিশেষ সভা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কার্যালয়ে অনুষ্ঠিতব্য সভায় ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের’ পরামর্শক নিয়োগের বিষয়ে আলোচনা করা হবে। যত দ্রুত সম্ভব স্টেডিয়ামটি নির্মান সম্পন্ন করতে চায় বিসিবি।
বিসিবি মিডিয়া এবং কমিউনিকিশন কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু আজ বলেন, ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরামর্শক নিয়োগের জন্য এই বৈঠক হবে। আগ্রহীরা নিজেদের উপস্থাপনা তুলে ধরবে। এরপর সেখান থেকে একজনকে বেছে নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বৈঠকে এজেন্ডা রয়েছে মাত্র একটি। আমাদের শেষ বৈঠকের পর বোর্ড সভাপতি বলেছিলেন, এজিএমের আগে একজন পরামর্শক নিয়োগ করবো। বৈঠকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার হিসেবে এই বিশেষ সভা ডাকা হয়েছে।’
তবে দেশের সিগনেচার স্টেডিয়াম নির্মাণে দেশি বা বিদেশি কোম্পানি নিয়োগ করা হবে তা জানাননি টিটু।
তিনি বলেন, ‘সভা শেষে সভাপতি সব কিছু জানাবেন। কিন্তু এজিএমের সাথে এই সভার কোন সম্পর্ক নেই। এই সভাটি শুধুমাত্র স্টেডিয়ামের প্রক্রিয়ার জন্য।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat