ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বশেমুরবিপ্রবি’তে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও সরকারের অর্জিত সাফল্য নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় বিশ্ব কবি ও বিদ্রোহী কবির জন্মদিনের প্রস্তুতি সভা নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ২৩৪৩২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ নাশকতার মামলায় হাকিমপুর বিরামপুর ও নবাবগঞ্জ- এ তিন উপজেলার জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মিকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর পলাতক আসামিরা আজ আদালতে আত্মসমর্পন করেন। তারা জামিনের আবেদন করলে দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন জামিনের আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। 
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 
কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, জেলার হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় গতবছর অক্টোবর ও নভেম্বর মাসে জামায়াত- শিবির ক্যাডারেরা জ্বালাও-পোড়াও  এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে  মানুষের জানমালের ক্ষতিসাধন করে। সরকার বিরোধী  বিভিন্ন  কর্মকা-ের সাথে  জড়িত থাকার অভিযোগে  পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট তিনটি থানায় নাশকতার মামলা দায়ের করে। 
ওই  মামলাগুলোর  তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত জামায়াত-শিবির নেতাকর্মিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করে। কিন্তু আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জেলা ও দায়রা আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা  জারি করা হয়।
তিনি জানান, গ্রেফতারি পরোয়ানা জারির পর অভিযুক্ত জামায়াত-শিবির নেতাকর্মিরা আজ মঙ্গলবার  দুপুরে আইনজীবীর মাধ্যমে দিনাজপুর জেলা ও আদালতে আত্মসমর্পণ করে। দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। 
আদালত সূত্রে জানা গেছে, আসামীদের আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় কড়া পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়েছে । 
জেল-হাজতে পাঠানো  আসামিরা হলেন-  জেলার নবাবগঞ্জ উপজেলার জামায়াতের রোকন মুশফিকুর রহমান (৪৫) , গোলাম মোস্তফা (৪২), মতিউর রহমান (৪০), নজিবর রহমান (২৮), মো. শফিকুল ইসলাম (৪৮), আব্দুর রহিম (৫০), বোরহানুল ইসলাম (৩০) ও হাফিজুল ইসলাম (২৮)। 
জেলার হাকিম উপজেলার মোফাজ্জল হোসেন (৩৫), আসলাম উদ্দিন (৪২), মোহাম্মদ আলী হোসেন (৩০), মিরাজ উদ্দিন (৪৬) ও আতোয়ার হোসেন (৪০)। 
জেলার ঘোড়াঘাট উপজেলার মাহমুদুর রহমান (৩০), ইহসানুল হক (৪০), সিরাজুল ইসলাম (৪৫) ও মো. আব্দুল্লাহ আল কাফি (৫০)। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat