পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে সৌদি আরবের জেদ্দা হয়ে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন ঢাকায় বলেন, বাংলাদেশি নাগরিকদের খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে জেদ্দায় নিয়ে যাওয়া হবে।
তিনি আরো বলেন, জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইটে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হবে।
খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে বাংলাদেশি নাগরিকদের খার্তুম ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য নয়টি বাসের ব্যবস্থা করেছে। তাদের সহায়তার জন্য জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের একটি দল সেখানে পৌঁছাবে।
আশা করা হচ্ছে যে সুদানে আটকে পড়া সকল বাংলাদেশীকে ২ মে এর মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে এবং তারা ৩ মে বা ৪ মে এর মধ্যে জেদ্দায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
জেদ্দার দুটি বাংলাদেশি স্কুল সুদান থেকে আনা বাংলাদেশি নাগরিকদের জন্য খাবার, পানীয়, ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.