ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে : আবুল হাসানাত আবদুল্লাহ্ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৬ জন ৫৮ হাজার ৬২৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন আমদানিকৃত এক হাজার ২৮৮ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে জিটুজি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন তরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ মিলিটারি একাডেমি’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত ঐতিহাসিক ৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে : রাষ্ট্রপতি ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে : ওবায়দুল কাদের বিএনপির ধ্বংসাত্মক অপরাজনীতির কারণেই নতুন মার্কিন ভিসা নীতি : তথ্যমন্ত্রী ছয় দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
  • আপডেট টাইম : 22/03/2023 09:04 PM
  • 80 বার পঠিত

গত সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে অনবদ্য ১০০ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৬০ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম শতকের নয়া রেকর্ড গড়েন মুশি।
রেকর্ড গড়া ইনিংসের সুবাদে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিং তালিকার চার ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৪৬ রেটিং নিয়ে ১৮তমস্থানে জায়গা করে নিয়েছেন তিনি, যা  ওয়ানডে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের পক্ষে এখন সেরা অবস্থান।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। ৩ ও ২৩ রান করেন তিনি। এতে তিন ধাপ পিছিয়ে ২২তমস্থানে নেমে গেছেন তামিম।
মুশফিক-তামিমের পর র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে ২৭তমস্থানে আছেন সাকিব আল হাসান। এই তালিকার সবার শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে আছেন সাকিব।
ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলিং তালিকার শীর্ষস্থান হারিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তৃতীয়স্থানে নেমে গেছেন সিরাজ।
সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৫ রানের দারুন ইনিংস খেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৮৮৩। ৯১৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।
ওয়েলিংটন টেস্টে অনবদ্য ২০০ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। ২০ ধাপ এগিয়ে ২৭তমস্থানে জায়গা করে নিয়েছেন নিকোলস।
বোলারদের তালিকায় ভারতের রবীচন্দ্রন অশি^ন ও অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন টিম ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...