গত সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে অনবদ্য ১০০ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৬০ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম শতকের নয়া রেকর্ড গড়েন মুশি।
রেকর্ড গড়া ইনিংসের সুবাদে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিং তালিকার চার ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৪৬ রেটিং নিয়ে ১৮তমস্থানে জায়গা করে নিয়েছেন তিনি, যা ওয়ানডে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের পক্ষে এখন সেরা অবস্থান।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। ৩ ও ২৩ রান করেন তিনি। এতে তিন ধাপ পিছিয়ে ২২তমস্থানে নেমে গেছেন তামিম।
মুশফিক-তামিমের পর র্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে ২৭তমস্থানে আছেন সাকিব আল হাসান। এই তালিকার সবার শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে আছেন সাকিব।
ওয়ানডে র্যাংকিংয়ে বোলিং তালিকার শীর্ষস্থান হারিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তৃতীয়স্থানে নেমে গেছেন সিরাজ।
সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৫ রানের দারুন ইনিংস খেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্ট র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৮৮৩। ৯১৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।
ওয়েলিংটন টেস্টে অনবদ্য ২০০ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। ২০ ধাপ এগিয়ে ২৭তমস্থানে জায়গা করে নিয়েছেন নিকোলস।
বোলারদের তালিকায় ভারতের রবীচন্দ্রন অশি^ন ও অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন টিম ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.