ব্রেকিং নিউজ :
জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে জেলার দাগনভূঞায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ৯টার দিকে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন অতিথিরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহ্রাজ শারবীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মহসিন প্রমুখ। 
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোস্তাক আহমেদ। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মেলার ২৭টি স্টলের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রদর্শনীতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এতে সেরা স্টলকে পুরস্কৃত করা হয়। এছাড়া মেলায় বিজ্ঞান ও প্রযু্িক্ত কুইজ, বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় অংশ নেয় শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat