বগুড়া জেলা শহরের ফতেহ আলী বাজারে বিষাক্ত রং মিশিয়ে দেশীয় মাছ বিক্রির নামে অভিনব প্রতারণা করার দায়ে এক ব্যবসায়ীকে আর্থিক দন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে জব্দকৃত প্রায় ৪০ কেজি মাছ করতোয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ফতেহ আলী বাজারের রহিম মন্ডল নামের ওই মাছ ব্যবসায়ীকে আর্থিক দন্ড দেয়া হয়েছে। এসময় তাকে সতর্কতামূলক পরামর্শ দেয় হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি বলেন, ‘ফতেহ আলী বাজারে ফার্মে উৎপাদনকৃত মাগুর ও শিং মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রির অভিযোগ ছিল। মূলত এরই প্রেক্ষিতে সকালে আমরা অভিযান পরিচালনা করি। বাজারে এসে যা সত্যতাও পেয়েছি। এতে রহিম মন্ডল নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
জব্দকৃত মাছগুলো করতোয়া নদীতে অবমুক্তকরণের বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, ‘বাজারে অভিযান চালিয়ে যেসব মাছ জব্দ করা হয়েছিলো সেগুলো স্থানীয় করতোয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.