ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রেজাউল করিম বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- তিন বছর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদে বেতনের ওপর ভ্যাট আরোপ করে পিছু হটেও আবারও সেই পরিকল্পনা করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি না পেয়ে তিনি ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরেছেন। তবে লাভজনক বিশ্ববিদ্যালয়গুলোকে আয়করের আওতায় আনতে চান তিনি। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বার্ষিক মুনাফার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। এ সময় আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মুজিব উদ্দীন আহম্মদ এবং ব্যবস্থাপনা পরিচালক গাজী সানাউল হক সরকারের প্রাপ্য নগদ লভ্যাংশ ৫১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৩০৪ টাকার ডিভিডেন্ট ওয়ারেন্ট অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করেন। আগের দিন রাজধানীতে এক প্রাক বাজেট আলোচনায় অর্খমন্ত্রী আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানোর সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট একটা সমস্যা। আবার ভ্যাটটা আমরা মেনটেইন করব। কিন্তু সেটা নেব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের কাছ থেকে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে কী নেবে, না নেবে জানি না।’ তবে মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় অনির্ধারিত আলোচনায় ভ্যাট আরোপে অর্থমন্ত্রীর পরিকল্পনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারপ্রধানের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুতেই ভ্যাট বসানো যাবে না। একনেকের ওই বৈঠকে ছিলেন অর্থমন্ত্রীও। আর এই বৈঠকের পর তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে যান। সেখানে তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নয়, ইনকাম ট্যাক্স দিতে হবে ‘ ‘যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় মুনাফা করছে সেসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইনকাম ট্যাক্স দিতে হবে। কোন কোন বিশ্ববিদ্যালয় মুনাফা করছে তা ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ খুঁজে বের করবে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের সিদ্ধান্ত স্থগিত আছে এবং থাকবে।’ ‘ফারমার্স ব্যাংক ঠিক করতে যা দরকার তাই করব’ এ সময় সাবেক পরিকল্পনামন্ত্রী আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের ফারমার্স ব্যাংকে ঋণ কেলেঙ্কারি নিয়েও কথা বলেন। যাচাই বাছাই না করে ‍ঋণ দেয়ার ঘটনায় ব্যাংকটি মূলধন সংকটে পড়েছে। আর তারা আমানতও ফেরত দিতে পারছে না। এ নিয়ে সমালোচনার মুখে ব্যাংকটির চেয়ারম্যানের পদ ছেড়েছেন মহীউদ্দীন খান আলমগীরসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। আর ব্যাংকটিতে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর সরকারি কয়েকটি ব্যাংক ফারমার্স ব্যাংকে মূলধন সরবরাহের উদ্যোগ নিয়েছে মালিকানার শর্তে। এরই মধ্যে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থমন্ত্রী বলেন, ‘ফারমার্স ব্যাংক যত দুষ্টুই হোক এর পতন হতে দেবো না। এটিকে ঠিক করা হবে। এটি ঠিক করতে যা যা প্রয়োজন তাই করা হবে।’ পুঁজিবাজার আর ফটকাবাজার নয় ২০১০ সাল পুঁজিবাজারে ধসের পর একে ফটকাবাজার বলে সমালোচিত হয়েছিলেন। অর্থমন্ত্রী বলছেন, এখন বাজারের যে পরিস্থিতি তাতে একে আর ফটকাবাজার বলা যাবে না। মুহিত বলেন, ‘পুঁজিবাজারে বড় ধরনের উত্থান-পতনের কোনো সুযোগ নাই। এটিকে এখন আর ফটকাবাজার বলা যাবে না। পুঁজিবাজার এখন ঠিক হয়ে গেছে।’ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসির নেতৃত্বে পরিবর্তন আনার কথাও বলেন অর্থমন্ত্রী। বলেন, ‘গত ছয় বছরে এসইসিতে কোনও পরিবর্তন আনা হয়নি। কমিশন ম্যানজেমেন্টে পরিবর্তন আনা হবে।’ ‘বিশ্বব্যাংক বরাবর এমনই বলে’ মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সরকার আর বিশ্বব্যাংকের পূর্বাভাস ভিন্ন। আন্তর্জাতিক দাতা সংস্থাটি বরাবরের মতোই এবারও সরকারের প্রাক্কলনের চেয়ে কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। চলতি অর্থবছরে সরকার ৭.৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও বছর শেষে ৭.৬৫ শতাংশ রেকর্ড প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে পরিসংখ্যান ব্যুরো। তবে বিশ্বব্যাংকের হিসাবে প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ থেকে ৬.৬ শতাংশ হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক যে সংশয় প্রকাশ করেছে তা তারা প্রতি বছরই করে। এ বছর আমার দৃষ্টিতে জিডিপি প্রবৃদ্ধির হার হবে কমপক্ষে ৭.৩ শতাংশ। আগামী তিন মাস পর বিষয়টি চূড়ান্ত হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat