টলিউডের তারকা ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গ্যারিমেলাকে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। শনিবার হায়দ্রাবাদের বানজারা হিলে নিজ অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, প্রত্যুষা কক্ষ থেকে এক বোতল কার্বন মনোক্সাইড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি এটি গ্রহণ করেছেন। বলা হচ্ছে, প্রত্যুষা হতাশায় ভুগছিলেন। লাশ উদ্ধারের পর তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যুষা যুক্তরাষ্ট্রে ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশুনা করেছেন এবং হায়দ্রাবাদে এর ওপর ক্যারিয়ার শুরু করেন। তিনি টলিউডের বেশ কয়েকজন সেলিব্রেটিকে নিয়ে কাজ করেছেন এবং বলিউডেও তা করেছেন।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.