• প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন বলেছেন, একটি সুস্থ সুশৃংখল সামাজ গঠনে ইমাম সাহেবদের এবং ওলামায়ে কেরামের দায়িত্ব অপরীসীম। 
আজ সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রায় ৭ হাজার মুসল্লীর সমাবেশে তিনি বক্তৃতাকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মাওলানা ইসমাইল দেশের ইমাম-মুয়াজিনদের ভাতার আওতায় আনার দাবি জানিয়ে বলেন, সকল ইমাম মোয়াজ্জেম ওলামায়ে কেরামের যথাযথ রাষ্ট্রীয় সম্মান পাওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি বলেন, ইমাম সাহেবগণ যেন সরাসরি কোরআন হাদিস থেকে কথা বলে এবং ইসলাম ধর্মকে মানুষের কাছে ঘরে ঘরে পৌছে দেন।   
সংগঠনের নেতা আলহাজ হযরত মাওলানা মো. মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মো. কাফীলুদ্দিন সরকার সালেহী, আলহাজ হযরত মাওলানা আবু হানিফ, আলহাজ হযরত মাওলানা আবুল খায়ের, মাওলানা মুফতি কামালউদ্দিন জাহানপুরী, আলহাজ মো. শাহীন খান, মাওলানা মুফতি হারুনুর রশদি, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, এড. মাওলানা মুহা, আবু বক্কর সিদ্দিকী, আল্লামা আজিজুর রহমান প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat