• প্রকাশিত : ২০২১-১১-২১
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমান বাহিনীর আধুনিকীকরণ শুরু করেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই আধুনিকায়ন আরও বেগবান হয়েছে।
তিনি আজ ঢাকা সেনানিবাসে বিএএফ ঘাঁটি বাশার সংলগ্ন শাহীন সিনেমা হল প্রাঙ্গনে আজ বাংলাদেশ বিমান বাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে একথা বলেন।
বিমান বাহিনীর আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বিমান বাহিনী প্রধান বলেন, ‘জাতির পিতা বিমান বাহিনীর আধুনিকীকরণ শুরু করেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই আধুনিকায়ন আরও বেগবান হয়েছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ৪ তলা বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মিত হলে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক সভা-সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করার সক্ষমতা বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat