ব্রেকিং নিউজ :
জাতির পিতার সমাধিতে জাফর ওয়াজেদের শ্রদ্ধা আফগানিস্তানে গুলিতে তিন স্প্যানিশ ও তিন আফগান নিহত সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে নিহত ২, আহত ৪ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১০-১৪
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উন্নয়নের ধারা অব্যাহত রাখায় কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশের চলমান উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে এই ধারা অব্যহত রাখতে সোমবার নির্বাচিত জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সন্ধ্যায় অষ্টগ্রাম খেলার মাঠে এক জনসভায় তিনি বলেন, ‘সরকার উন্নয়ন করছে। কিন্তু জনগণেরও এই অর্জনকে ধরে রাখতে হবে। এটা তাদের দায়িত্ব। এই উন্নয়নকে আরো গতিশীল করতে জনপ্রতিনিধি, বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই কাজ করতে হবে।’
রাষ্ট্রপতি হাওর এলাকার পাশাপাশি চলমান জাতীয় উন্নয়নের ধারা অব্যহত রাখতে স্থানীয় জনগণকে ও সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি গত বুধবার থেকে সাত দিনের সফরে তাঁর নিজ জেলার বিভিন্ন উপজেলায় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্যদের বর্তমান সরকারের উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার আহ্বান জানান।
আব্দুল হামিদ বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যন্ত ও হাওর এলাকার জনগণ এর সুফল ভোগ করছে।
জনগণের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমি হাওর এলাকার মানুষের জীবন ও জীবিকা পরিবর্তনে আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
সাধারণ মানুষ প্রকৃতপক্ষে অনেক শক্তিশালী উল্লেখ করে রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের সাধারণ মানুষকে অবমূল্যায়ন না করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং প্রবীণ রাজনীতিক আবদুল হামিদ তাদের পরামর্শ দিয়ে বলেন, দয়া করে নির্বাচনের আগে তাদের সঙ্গে যেমন ব্যবহার করতেন, তেমনি ব্যবহার বজায় রাখুন। সুখ, দুঃখে সব সময় তাদের পাশে থাকুন।
যুবকদের মাঝে মাদকের অপব্যবহার বর্তমানে উদ্বেগজনক অবস্থায় পরিণত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্টদের মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানান।
তিনি এ সময় দুর্নীতি, অপকর্ম ও জুয়ার বিরুদ্ধে বর্তমান সরকারের চলমান অভিযানকে স্বাগত জানান।
এর আগে রাষ্ট্রপতি ইটনা উপজেলায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সংযোগ সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় রাষ্ট্রপতির পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, নূর মোহাম্মদ এমপি, আফজাল হোসেন এমপি, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান ইসলাম সেলিমসহ রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat