ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বশেমুরবিপ্রবি’তে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও সরকারের অর্জিত সাফল্য নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় বিশ্ব কবি ও বিদ্রোহী কবির জন্মদিনের প্রস্তুতি সভা নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৪৫৩৩৪২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত  ১৬৪ জন রোগীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ৮২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকারভোগীদের মধ্যে এসব চেক বিতরণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকরী পরিচালক মো. জুলফিকার আলী, নিবন্ধন কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন  প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর অতিথিরা  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত  ১৬৪ জন রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ৮২ লাখ টাকার চেক বিতরণ করেন।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ জানান, জটিল রোগে আক্রান্তদের চেক বিতরণ শেষে  জেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে চিকিৎসা সহ অন্যান্য সহায়তা হিসেবে ১৪ লাখ ৩৯ হাজার টাকার চেক  বিতরণ করা হয়।
তিনি জানান, এদের মধ্যে তিনশ’ জনকে চিকিৎসা সহায়তা হিসাবে  জনপ্রতি চারহাজার টাকা করে মোট ১২ লাখ টাকা প্রদান করা হয়েছে। অন্যদিকে, আরো ৭৮ জনকে জনপ্রতি তিনহাজার টাকা করে মোট দুইলাখ ৩৯ হাজার টাকার ব্যক্তি অনুদান দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat