ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে বৃষ্টির জন্য একাধিক স্থানে ইসতিকার নামাজ আদায় ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ৩৪৫৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলায় বাংলাদেশ ফিশারিজ উন্নয়ন কর্পোরেশনের ‘প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অফ ফিশ ল্যান্ডিং সেন্টার’ শীর্ষক প্রকল্পের জন্য জাপান সরকার ২,২৯৪ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১৫.৩১ মিলিয়ন মার্কিন ডলার) প্রদান করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এ বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে আজ অনুদান চুক্তি ও নোট বিনিময় স্বাক্ষরিত হয়েছে। 
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের পক্ষে নোট বিনিময় এবং অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। 
ইআরডির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি ‘এক্সচেঞ্জ অফ নোটস’ এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুরি তমোহিদে জাপানের পক্ষে ‘অনুদান চুক্তিতে’ স্বাক্ষর করেন।
জাপান প্রদত্ত অনুদান জালেধরা মৎস্য অবতরণ এবং পরিচালনার দক্ষতা উন্নত করতে ব্যবহার করা হবে। তাছাড়া কক্সবাজারে বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রের অবকাঠামো ও মাছ ধরার সরঞ্জাম উন্নয়নের মাধ্যমে মাছের উৎপাদনশীলতা বাড়ানো হবে এবং বিতরণ ব্যবস্থা উন্নত করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে জাপান ৩২.৩৬ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। দেশের সার্বিক উন্নয়নে জাপান উল্লেখযোগ্য অবদান রেখেছে।
সহজ শর্তে ঋণের পাশাপাশি জাপান মানব সম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন প্রকল্পের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অনুদান এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat