• প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৬৭৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার দাগনভূঞা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম, আলু, পেঁয়াজ বিক্রয় করায় দুই মুদি দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় দাগনভূঞা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা। এ সময় মফিজ স্টোরকে ১ হাজার টাকা এবং সুমন ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয় বিষয়ে বাজার মনিটরিং করা হয়। এসময় নির্ধারিত পণ্যসামগ্রী সরকারি মূল্যে বিক্রয় ও মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়।
একই সূত্র জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat