ব্রেকিং নিউজ :
শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে আওয়ামী লীগ মহান মে দিবস আগামীকাল বাহুবলে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত বাংলাদেশের সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ১২১.৫৫ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি কবর খুঁড়ে লাশ ও কঙ্কাল চুরি বন্ধে পদক্ষেপ নেয়া প্রশ্নে হাইকোর্টের রুল জনস্বার্থকে অগ্রাধিকার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির বিরাজমান তাপপ্রবাহ আগামীকাল কিছু জায়গায় প্রশমিত হতে পারে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইন প্রয়োগকারী সংস্থার তিন কর্মকর্তা নিহত লা লিগা: লিওয়ানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিলামে মসজিদের কাঁঠাল বিক্রির সময় দাম হাঁকানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন-হাসনাবাজ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৮), মৃত আব্দুল লতিফের ছেলে নুরুল ইসলাম (৪২), আব্দুল বাছিতের ছেলে মো. শাহজাহান (৩৬)।
জানা যায়, হাসনাবাজ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে এলাকাবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয়। নিলামে অংশগ্রহণকারী দ্বীন ইসলামের লোকজন দামের কথা শুনা যাচ্ছে না বলে জানান। এ সময় একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী বলেন, সবাই শুনলেও তোমরা কেন শুনতে পাওনা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে দ্বীন ইসলামের পক্ষের বাবুল মিয়া ও নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় অপর পক্ষের মো. শাহজাহান মিয়াকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছেন।
জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে আশ্বাস দিয়েছিলেন, কোনো পক্ষই মারামারি করবে না। আমি চলে আসার পর শুনতে পাই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি কাঁঠাল নিয়ে এমন ঘটনা খুবই দুঃখজনক।
শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat