• প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ । সকল মানুষ একে অপরের পরিপূরক। সবাই আনন্দচিত্তে ধর্মীয় উৎসব পালন করছে।
তিনি আজ বান্দরবান সদরে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী অনুষ্ঠান পরিদর্শনকালে এ কথা বলেন।বাহাদুর উশৈসিং আরো বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারায় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরকেও ধন্যবাদ জানান।তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব, মুসলমানদের ধর্মীয় উৎসব, খ্রিষ্টান সম্প্রদায়সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার কাজে সকলের সহযোগিতা চান ।মন্ত্রী সর্বস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat