• প্রকাশিত : ২০২২-০৪-২২
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিংয়ে উল্টে পড়ে গেছে কন্টেইনার ভর্তি একটি মালবাহী ট্রেনের বগি। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেনের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী নিশ্চিত করেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, চট্টগ্রাম বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল ওই মালবাহী ট্রেনটি। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে ১১ নম্বর বগিটি উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এ প্রসঙ্গে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, ‘উদ্ধারকারি ট্রেন কল করা হয়েছে। এসে পৌছুলে উদ্ধার অভিযান শুরু হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat