• প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডে আজ দুপুরে এক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৪০), আব্দুর রহমান (২৫) ও অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৩০)।বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে বরংগাইল হাটে পিয়াজ বিক্রি করে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন জাহিদুল ও আব্দুর রহমান। পথিমধ্যে তাদের অটোরিকশাটি মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী কমর্ফোট লাইন পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক। তাকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারি (হেলপার) পালিয়ে গেছে।এ ঘটনায় মানিকগঞ্জের শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat