সৌদি পুরুষ ও এক নারী নভোচারিকে নিয়ে একটি রকেট রোববার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভিড়েছে। এক্ষেত্রে এটি দ্বিতীয় বেসরকারি মিশন। এদিকে কক্ষপথে যাত্রা করা এই দুই নভোচারী তাদের দেশের প্রথম নাগরিক। খবর এএফপি’র।
ফ্লোরিডার পূর্ব উপকূলের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট গগনবিদারি শব্দ করে যাত্রা শুরু করে। এক্সিওম স্পেস কোম্পানি এ মিশনের আয়োজন করে।
সৌদি নাগরিক রায়নাহ বারনাতি ও আলী আল-কারনির সঙ্গে আরো দুই ক্রু সদস্য রয়েছেন। তারা হলেন নাসার সাবেক মহাকাশচারী পেগি হুইটস ও আমেরিকান উদ্যোক্তা জন শফনার।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.