ব্রেকিং নিউজ :
স্বাধীনতা আন্দোলনের পেছনে অন্যতম কারণ ছিল অর্থনৈতিক মুক্তি : শিল্পমন্ত্রী ভুটানের রাজাকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে বিজিবির রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী তথ্য কমিশন বাংলাদেশ ৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন কৃষিমন্ত্রীর অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী কুল চেইন উন্নয়নের জন্য সমন্বিত নীতির বাস্তবায়ন চান শিল্প উদ্যোক্তারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার চীনের সঙ্গে এফটিএ করতে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময়
  • প্রকাশিত : ২০২৩-০২-১৭
  • ২২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী-২ (সদর)  আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, বৈশ্বিক সংকট সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। 
সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে সদর উপজেলায় আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
তিনি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে সদস্য সংগ্রহ করে দলকে সু-সংগঠিত করতে হবে। এভাবে সংগঠিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে হবে। আজকের এই সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে দলকে সুসংগঠিত করে দেশ বিরোধী শক্তি সমূহকে প্রতিহত করতে হবে।’
অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুজার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাফিজুর রশীদ মঞ্জু, অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হলো। প্রথম পর্যায়ে আমরা ৫০ হাজার নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবো। মাসব্যাপী এ কার্যাক্রম চলবে।’ 
অনুষ্ঠানে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের তিন সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat