গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুর ১২ টায় তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধান (লাবু), সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটন, অর্থ সম্পাদক শরীফ মোর্তজা আহসান, প্রচার সম্পাদক সেলিম আকতার, সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.