অনেকদিন থেকেই আলোচনা চলছে বলিউডের পরিচালক ফারহান আখতারের আগামী সিনেমা ডন ৩' নিয়ে। সম্প্রতি 'ডন ৩' বানানোর আনুষ্ঠানিক ঘোষণাও করেছেন প্রযোজক রীতেশ সিদওয়ানি। আর সেই খবরে আনন্দে নেচে ওঠেন শাহরুখ ভক্তরা। কারণ, ডনের প্রথম দুটি পর্বে বক্স অফিস মাত করেছিলেন শাহরুখ খান।
কিন্তু সম্প্রতি সমস্ত আশায় পানি ঢেলে দিলেন কিং খান! শোনা যাচ্ছে, তৃতীয় পর্বে থাকছেন না বলিউড বাদশা শাহরুখ খান!হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ডন ৩’- থেকে সরে যাচ্ছেন তিনি। খবরে বলা হয়েছে, এই মুহূর্তে ডনের মতো সিনেমায় কাজ করতে আগ্রনী নন শাহরুখ। তাই ফারহানের ‘ডন ৩’র জন্য নতুন মুখের খোঁজ চলছে। ইতিমধ্যেই শাহরুখের পরিবর্তে নতুন ডনের খোঁজ শুরু করেছে এক্সেল এন্টারটেনমেন্ট।
শোনা যাচ্ছে, বলিউডের প্রথম শ্রেণির তারকাদের সঙ্গে আলোচনাও সেরেছেন ফারহান-রীতেশরা। শাহরুখের বদলে ডনের চরিত্রে কাকে দেখা যেতে পারে সেটাই এখন অপেক্ষা।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.