প্রশ্ন
আহা! বাঁকা পথ
কিসে এত অহম তোমার
যেখানে নেই আমার পদচিহ্ন
****
আহত উঁই
একদিন মৃত্যু এসেছিল স্বপ্নে
অসুন্দরের অন্ধকারে বিরোধ করেছিল নিঃশ্বাস
আর পুনঃপুন ক্ষত গুমরে মরেছিল অন্তরালে
শূন্য সৌন্দর্যের গা বেয়ে গড়ে ওঠে ক্লান্তির স্তূপ
ধীরে ধীরে স্বপ্নের ভেন্যুতে জমা হয় আহত আশাগুলো
অথচ নিঃসঙ্গেরা বিরামহীন রাত জেগে গড়ে তুললো মৃত্যুর ফ্রেম
****
জানালা
এক টুকরো আকাশ খেয়ে পেট ভরে না
তাই ছাদ কেটে আকাশের পথ খুলে দিলাম।
****
হেমলক
মনের ভেতর ঘন বন
দুর্বা আঁকা বাঁকা পথ
সুনসান নীরবতা-
বনের ভেতর ঘন পল্লব
পাখিদের উদ্যত গ্রীবায় চাষ হয় হেমলক।
****
ভ্রূণ
তারা অর উড়লো না
প্রচণ্ড বিস্ফোরণে ছিটকে পড়লো পৃষ্ঠের পাদদেশে
বাতাসে নিবৃত হলে ক্ষুধা
পৃষ্ঠদেশ প্রাণ পেলো
আমার মতো অবাধ্য ভ্রূণ যারা
মিছিলেই গুলি খেলো
পড়লো এবং উঠে দাঁড়ালো
****
ঘুঘু
ঘুঘু পুষে রাখি রাতের জঠরে
বোবা বিক্ষোভের গাঢ় অন্ধকারে
মৃত্যুর খবর শুনবো বলে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.