চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজের নিচে ডাকাতিয়া নদীতে গভীর রাতে বালু উত্তোলনের ড্রেজার ডুবে ঘুমন্ত অবস্থায় জিহাদ হোসেন (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ মার্চ) ভোরে ড্রেজার থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ হোসেন লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আবু সাঈদের ছেলে।
হাজীগঞ্জের মেসার্স নির্মাণ ট্রেডার্সের কর্মচারী মো. হাবিব জানান, রাতে ড্রেজারে পানি ঢুকে নদীতে ডুবে যায়। ওইসময় জিহাদ ঘুমন্ত অবস্থায় ছিল। ভোররাতে তার বাবা আবু সাঈদ ফোন করে তাকে পায়নি। সকালে ঘটনাস্থলে আসলে ডুবন্ত অবস্থায় ড্রেজারটি দেখতে পায়। কয়েকজন লেবার মিলে ড্রেজারটি নদীর পাড়ে নিয়ে আসে। পরে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিহাদ তার মামা কামরুল ইসলামের সাথে গত কয়েকদিন আগে মেসার্স নির্মাণ ট্রেডার্সে শ্রমিকের কাজে যোগ দেয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিলন চৌধুরী।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, জিহাদের বাবা এসে মরদেহ নিয়ে গেছে। মৃত্যুর বিষয়ে তাদের পরিবার থেকে কোন অভিযোগ নেই।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.