অস্কারের ৯৫তম আসরে সেরা সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মিশেল ইও। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন আনা দে আরমাস (ব্লন্ড), আন্ড্রেয়া রাইজবরো (টু লেসলি), মিশেল উইলিয়ামস (দ্য ফেবলম্যানস) ও কেট ব্ল্যানচেট (টার) এর মতো অভিনেত্রীরা।
সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.