পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এর মধ্যে অজ্ঞাত সংখ্যক হাইতিয়ান রয়েছে।পেরুর পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপির।
সূত্র মতে, শনিবার কোরিয়ানকা ট্যুরস কোম্পানির বাসটি ৬০জন যাত্রী নিয়ে রাজধানী লিমা থেকে ইকুয়েডর সীমান্তবর্তী টুম্বেসে যাচ্ছিল। এ সময়ে ওরগানস শহরে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়।
পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছে, ‘ডেভিলস কার্ভ’ হিসেবে পরিচিত এক ভয়ংকর স্পটে বাসটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.