বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা’ লক্ষ্মীপুর জেলায় আজ শুরু হয়েছে।
লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে আজ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
একই দিন রায়পুর উপজেলায় প্রতিযোগিতার উদ্বোধন করেন নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল এসময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রতিটি উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বালক-বালিকা বিভাগে আলাদাভাবে দৌঁড়, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্পসহ ৩২টি ইভেণ্টে অংশ নিচ্ছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.