টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার টুঙ্গিপাড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জি.টি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার ১০৭ জন কৃষকের মধ্যে স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে দিয়ে সূচনা হলো এবি ব্যাংকের স্মার্ট একাউন্ট।
বিতরণ অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল উদ্দিন, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদসহ এবি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.