ব্রেকিং নিউজ :
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মুস্তাফিজ চলে যাওয়া চেন্নাইর জন্য ক্ষতির বিষয় বললেন হাসি দিনাজপুরে শিশু হত্যার দায়ে একব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড জলবায়ু ও আবহাওয়া বিপর্যয়ে ২০২৩ সালে এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত: জাতিসংঘ আগামীকাল ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী রাজস্ব আয় ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সকল উন্নয়নের পৃষ্ঠপোষক : স্পিকার স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাবেক আইজিপি বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম তার নির্বাচনী এলাকা শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)’র প্রতিটি ইউনিয়ন উন্নয়ন সভার নামে একটি ব্যতিক্রমধর্মী সভা চালু করেছেন। যে সভায় তিনি নিজে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে সমস্যার ও সম্ভাবনা কথা শোনেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘আমার গ্রাম, আমার শহর; গ্রাম হবে শহর’ এই স্লোাগানকে সামনে রেখে ওই ইউনিয়নগুলোতে সরকারি বরাদ্ধ, উন্নয়ন ও সম্ভাবনা এবং সমস্যা নিরসনের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ উপ-মন্ত্রী এ উদ্যোগ নিয়েছে। সভায় উপমন্ত্রী নিজে উপস্থিত থাকছেন।
এসব সভায় ইউএনও, এসিল্যান্ড, ওসি, উপজেলা প্রকৌশলী, পিআইও, কৃষি কর্মকর্তা, মৎস কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকছে।
এসময় সরকার থেকে প্রদত্ত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও বরাদ্ধ এবং উন্নয়ন জনগণকে সরাসরি জানানো হচ্ছে। যেমন-বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিসিবির পণ্য, জন্ম নিবন্ধন ঠিকভাবে পাচ্ছে কিনা তারও খোঁজখবর নেন।
গত ৪ নভেম্বর বৃহস্পতিবার নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়ন পরিষদে প্রথম এ উন্নয়ন সভা হয়। ইতোমধ্যেই ডিঙ্গামানিক, বিঝারী এ সভা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে চলবে এই কার্যক্রম। এতে করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন পানি সম্পদ উপমন্ত্রী।
কৃষক আব্দুস সালাম বলেন, ‘উপমন্ত্রী এনামুল হক শামীম আমাদের এলাকার জলাবদ্ধতার কথা শুনেছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমাদের কথাও তিনি নিজে শুনতে আসেন দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি।’
ভূমখাড়া ইউনিয়ন পরিষদের চেযয়ারম্যান আলমগীর হোসেন বলেন, এধরনের সভা এই প্রথম। এ সভার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ তাদের আশা আকাক্সক্ষা ও সমস্যার কথা উপমন্ত্রীসহ ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে বলতে পারছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat