নাটোর চিনিকলে দুই হাজার ৯৫৪ টন চিনি উৎপাদন হয়েছে। আজ মঙ্গলবার চলতি মৌসুম শেষে উৎপাদিত চিনির পরিমাণ প্রকাশ করে।
চিনিকল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৩৭ কর্ম দিবসে ৫০ হাজার ৭৩৮ টন আখ মাড়াই করে দুই হাজার ৯৫৪ টন চিনি উৎপাদনে সক্ষম হয়। চিনি আহরণের হার ছিলো ৫.৮২ শতাংশ।
চলতি মৌসুমে ৮০ হাজার টন আখ মাড়াই করে চার হাজার ৯৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয় ২ডিসেম্বর ২০২২।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়া জানান, আখ সংকটের কারণে চিনিকলের মাড়াই কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.