রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। ঢাকা থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.