জাতীয় চার নেতার অন্যতম শহীদ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষে সংগঠনটির নব নির্বাচিত নেতাদের নাম ঘোষণাকালে এ কথা জানান।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম ঘোষণা করেন।
মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তার জায়গায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম অন্তর্ভুক্ত করা হয়।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.