ডেনমার্কের কোপেনহেগনস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে।
ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে গতকাল দূতাবাস প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার ও ডেনমার্ক প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর তরফ হতে ই-পাসপোর্ট দেশবাসীর জন্য উপহার। বিশ্বে বাংলাদেশ যেন উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা পায়, সে-লক্ষ্যে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তারই উজ্জ্বল একটি দৃষ্টান্ত ই-পাসপোর্ট।
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের দেশে প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে ঝামেলামুক্ত চলাচল নিশ্চিত হবে এবং সহজ ইমিগ্রেশনের মাধ্যমে বিমানবন্দরে ই-গেটের সর্বাধিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.