• প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, চট্রগ্রামের সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নি-দুর্ঘটনায় নিহতদের স্বজন এবং আহতদের পাশে আছে সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সবাই সর্বোচ্চ সেবা পাচ্ছেন।
আজ সন্ধ্যায়  রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএম কনটেইনার ডিপোর অগ্নি-দূর্ঘটনায় আহত চিকিৎসাধীনদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং হতাহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। 
এসময় প্রতিমন্ত্রীর সাথে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। 
পরে প্রতিমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চিকিৎসাধীন ১০ জনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন।
এসময় বেগম মন্নুজান সুফিয়ান বলেন, এ দূর্ঘটনায় যেসকল শ্রমিক চিকিৎসাধীন সবাই শ্রম মন্ত্রণালয়ের এ তহবিল হতে চিকিৎসা সহায়তা পাবেন। নিহত, আহত কোন শ্রমিকই এ সহায়তা থেকে বঞ্চিত হবেন না।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে চট্টগ্রাম এবং ঢাকায় চিকিৎসাধীন এ পর্যন্ত ১৫৮ জন শ্রমিককে ৭৯ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat