ব্রেকিং নিউজ :
জাপান বাংলাদেশকে ২,২৯৪ মিলিয়ন জাপানি ইয়েন দেবে; চুক্তি স্বাক্ষর চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ শরীয়তপুরে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা কৌশল বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় ভুটানের রাজার আমন্ত্রণে ভুটানে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সৈকত রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২২-০৫-২৩
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে। কিয়েভের পদক্ষেপে এ আলোচনা স্থবির হয়ে পড়ে। রোববার রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ভøাদিমির মেডিনস্কি এ কথা জানিয়েছেন। খবর তাস’র।
বেলারুশের ওএনটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাদের পক্ষে আমরা সংলাপ অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছি। তবে আমি জোরদিয়ে বলবো পরবর্তী শান্তি আলোচনার বল এখন ইউক্রেনের কোর্টে। কেবলমাত্র ইউক্রেনের পদক্ষেপের কারণেই এ শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়।’
মেডিনস্কি বলেন, ‘রাশিয়া কখনো আলোচনার কথা প্রত্যাখান করেনি। এমনকি শীর্ষ পর্যায়ের আলোচনাও। দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বারবার আলোচনার কথা পুনর্ব্যক্ত করেছেন। এ ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের (দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে) বৈঠকের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ প্রয়োজন।’ 
তিনি আরো জানান, এ ধরনের বৈঠকের জন্য খসড়া প্রস্তাবপত্র প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, ‘চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ও চুক্তিপত্র স্বাক্ষরে রাষ্ট্র প্রধানদের বৈঠকে বসতে হবে।’
মেডিনস্কির ভাষ্য অনুযায়ী, এক মাস আগে রাশিয়ার পক্ষ ইউক্রেনের পক্ষে একটি খসড়া  চুক্তিপত্র তৈরি করার কথা উল্লেখ করে এবং এ চুক্তিপত্রের অধিকাংশ শর্ত ইতোমধ্যে মেনে নেয়া হয়েছে। 
তিনি বলেন, ‘চুক্তিটির ব্যাপারে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। কিন্তু তারপর থেকে ইউক্রেনের পক্ষে সংলাপ অব্যাহত রাখার কোন আগ্রহ দেখছি না। তাই, আমাদের আলোচকরা বিশ্রামে রয়েছেন।’
‘এক্ষেত্রে বল এখন তাদের (ইউক্রেনের) কোর্টে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat