প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ জুন বুধবার সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ জানিয়েছেন, আগামী ২২ জুন বুধবার সকাল ১১টায় তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এছাড়া, প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্ধোধন এবং আগামীকাল বন্যা কবলিত সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলা পরিদর্শন করবেন।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.