ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের স্মরণসভা আজ শনিবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক শাপলা শিরিন।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশে গণিত শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কাছে গণিতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁরা অসাধারণ ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে গণিত শিক্ষার প্রসারে অনন্য অবদানের জন্য তাঁরা চির স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রয়াত শিক্ষকদের রূহের মাগফেরাত কামনা করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষকগণ হলেন ড. হাসনা বানু, অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক ফরিদা বানু, অধ্যাপক যোবেদা আখতার, অধ্যাপক মিসেস ফাতেমা চৌধুরী, অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, অধ্যাপক সাজেদা বানু, অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, অধ্যাপক ড. মো. আবদুল মতিন, অধ্যাপক ড. মো. তজিবর রহমান, অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল, অধ্যাপক ড. রাজিনা ফেরদৌসী, অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, অধ্যাপক ড. সেলিনা পারভীন, অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং অধ্যাপক ড. টি এম জি আহসান উল্লাহ।
প্রয়াত শিক্ষকগণ হলেন, অধ্যাপক ড. শ ম আজিজুল হক, অধ্যাপক ড. মো. রমজান আলী সরদার, অধ্যাপক মো. শামসুল হক, অধ্যাপক আ ফ ম আব্দুর রহমান, অধ্যাপক মো. সফর আলী, অধ্যাপক ড. মো. শামসুল হক মোল্লা, অধ্যাপক আ ম ম শহীদুল্লাহ, অধ্যাপক আ ফ ম খোদাদাদ খান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুর রহমান, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.