কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি ভালো হয়ে উঠছেন, হাসপাতাল সূত্র গণমাধ্যমকে এতথ্য জানিয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে তিনি এখানে স্যার গঙ্গা রাম হাসপাতালে রোববার ভর্তি হন।
গত ২ জুন টেস্টে তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।
হাসপাতাল এবং দলীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শ্বাসতন্ত্রের নিচের দিকে সংক্রমণ ধরা পড়ে। তবে, এখন তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।
তার ছেলে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াংকা গান্ধী ভদ্র ১৩ জুন হাসপাতাতে তাকে দেখতে যান।
বার্তা সংস্থা পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের যোগাযোগ, প্রচার ও গণমাধ্যম শাখার প্রধান জয়রাম রমেশ শুক্রবার জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পর তার শ্বাসতন্ত্রের নিচের দিকে সংক্রমণ ধরা পড়েছে।
তার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, ‘তিনি কোভিড পরবর্তী উপসর্গের চিকিৎসা নিচ্ছেন। তিনি নিবির পর্যবেক্ষণ ও চিকিৎসায় রয়েছেন।’
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.