‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলায় আজ তিনদিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে।
আজ শনিবার বিকালে স্থানীয় পৌরপার্কে আয়োজিত এ বইমেলা উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুব আলী খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসীন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ বইমেলায় ২০টি স্টল রয়েছে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া, প্রতিদিন সন্ধ্যায় পৌর পার্কের স্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.