ব্রেকিং নিউজ :
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মুস্তাফিজ চলে যাওয়া চেন্নাইর জন্য ক্ষতির বিষয় বললেন হাসি দিনাজপুরে শিশু হত্যার দায়ে একব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড জলবায়ু ও আবহাওয়া বিপর্যয়ে ২০২৩ সালে এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত: জাতিসংঘ আগামীকাল ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী রাজস্ব আয় ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সকল উন্নয়নের পৃষ্ঠপোষক : স্পিকার স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাবেক আইজিপি বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায় : নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে দুদিনব্যাপী শিশুমেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুইদিনব্যাপী আয়োজিত শিশুমেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ ১০ মে ২০২২ তারিখে জেলা তথ্য অফিস, নড়াইলের আয়োজনে শিশু ও নারী সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আয়োতায় কলেজ, হাইস্কুল, একাধিক প্রাথমিক বিদ্যালয় ও প্রি-ক্যাডেট স্কুলের সহস্রাধিক ছাত্র-ছাত্রী শিশুমেলায় অংশগ্রহণ করে ৷ শিশুমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ছয়টি স্টল প্রদর্শনীর জন্য উন্মুক্ত ছিলো ৷
গতকাল ৯ মে শিশুমেলার উদ্বোধনী দিনে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে সুসজ্জিত র্যালি এবং র্যালি শেষে মেলা প্রাঙ্গনে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ শিশুমেলার উদ্বোধন করেন লোহাগড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো আজগর আলী ৷ আজ ১০ মে শিশুমেলার সমাপনী দিনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পারষ্পরিক মতবিনিময়ের উদ্দেশ্যে শিশু-শিক্ষক-অভিভাবক সমাবেশের আয়োজন করা হয় ৷ জেলা তথ্য অফিসের আয়োজিত শিশুমেলায় জেলা তথ্য অফিসার জনাব ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীনেশ চন্দ্র বিশ্বাস এবং দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা প্রমুখ ৷
শিক্ষার মানোন্নয়ন এবং মূল্যবোধ ও নৈতিকতা চর্চা বৃদ্ধির লক্ষ্যে নিয়ে আয়োজিত এ পারষ্পরিক মতবিনিময় সভায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণমূলক আলোচনা রাখেন ৷
এ আলোচনায় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য শিক্ষার অধিকতর মানোন্নয়ন এবং শিক্ষায় ইন্টারনেটের সুষ্ঠু ব্যবহার করে উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য অভিভাবক ও শিক্ষকমণ্ডলী একাত্মতা ঘোষণা করেন ৷
এছাড়া সকলের মধ্যে শুদ্ধাচার, নৈতিকতা ও মূল্যবোধের সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গুজব প্রচার, আত্মহত্যা প্রবণতা, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, সাম্প্রদায়িকতা , শিশু ও নারীর মানসিক স্বাস্থ্য এবং শিশু ও নারীর প্রতি সকল ধরণের সহিংসা প্রতিরোধে অংশগ্রহণমূলক আলোচনা করা হয় ৷
সমাবেশ শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় ৷ শিশুমেলা উপলক্ষ্যে আয়োজিত প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ ক্যাটেগরিতে মোট চার গ্রুপের বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ের উপর কুইজ ও রচনা প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয় ৷
অতিথিরা বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ী ২৪ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কারসরূপ মূল্যবান বই তুলে দেন ৷
এছাড়া স্টলে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় ৷
৯ ও ১০ মে ২০২২ দুইদিনব্যাপী শিশুমেলার সমাপনী বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জনাব মো ইব্রাহিম আল মামুন ৷
শিশুমেলার শেষে মেলা প্রাঙ্গনে জেলা তথ্য অফিসের আয়োজনে লিগ্যাল এইড, বাল্যবিবাহ বিষয়সহ ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat