রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে আজ দুপুর ২টায় ১৮০ জন কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদেও উদ্যোগে এ চারা বিতরন করা হয়েছে।
এসব চারা বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জীত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌঃ আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তঞ্চঙ্গ্যা ধনা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন প্রমূখ।প্রত্যেক কৃষককে ৪টি আমের চারা, ৩টি লিচু, ৪টি জাম, ৪টি মেহগনি, এবং ৫টি আমলকীসহ সহ মাট ২০ টি করে চারা বিতরণ করা হয়।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.