বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃতের সংখ্যার দিক থেকে এ সংখ্যা সবচেয়ে বেশি মৃতের সংখ্যার দিনগুলোর অন্যতম। এতে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারালো। বৃহস্পতিবার জনস হফকিন্স ইউনিভার্সিটি পরিচালিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটি জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় (গ্রিনিচ মান সময় শুক্রবার (০০৩০) যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৯ হাজার ৭৫৯ জনে দাঁড়ালো।
বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে ২৬ হাজার ৯৭১ জন বেড়ে বর্তমানে ৮ লাখ ৬৬ হাজার ৬৪৬ জনে দাঁড়ালো।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.