নড়াইল জেলার তিনটি উপজেলায় আগামি শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৯৭ হাজার ৬৮০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।
নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শুভাশীষ বিশ্বাস জানান, ৬ মাস থেকে ১১মাস বয়সী মোট ১১ হাজার ৯২৩ শিশুকে একটি করে ‘নীল’ রংয়ের ক্যাপসুল এবং একবছর থেকে ৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৭৫৭ শিশুকে একটি করে ‘লাল’ রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি জানান, আগামী শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট একহাজার ২০টি কেন্দ্রে এসব শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে দুইহাজার চারশ’ ১০ জন কর্মী নিয়োজিত থাকবেন।
কর্মশালায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী ও সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।